বিদ‍্যেবোঝাই বাবুমশাই বিদ‍্যেধরীর ঘাটে
একা একা উদাস মনে ভাবস্বপনে হাঁটে,
ঘাটের পাশে বাঁধা আছে নৌকা যে একখানা
মাঝি কোথায় যায় না দেখা নামটাও নেই জানা,
বাবুমশাই ইচ্ছে ভাঁজে বাইবে একা তরী
সেই বাসনায় তড়িঘড়ি খুললো নোঙর দড়ি,
তড়াক করে লাফিয়ে ওঠে, উঠলো দুলে তরী
ছলাৎ ছলাৎ জল ভরে যায়, নৌকা হলো ভারী,
চললো ভেসে মুক্ত তরী নদীর স্রোতে সুখে
ভ্রান্তি রেখা উঠলো ফুটে বিদ‍্যেবাবুর মুখে,
নৌকা তখন ঝড়ের গতি যাচ্ছে সাগর পানে
আত্মহারা বল্গাছাড়া ছুটছে হুহুসনে,
প্রমাদ গোনেন বিদ‍্যেবাবু আঁকড়ে ধরেন দাঁড়
নৌকা যদি সাগরে যায় ফিরবে সেকি আর !
সব বিদ‍্যেই জানা আছে বিদ‍্যেবোঝাই তিনি
এমনটাই তো মনেমনে ভাবতেন এতোদিন ই,
তবে কেন আজকে এমন লাগছে মনে ভীতি
অনেক শেখাই বাকি আছে তাই এ পরিনতি,
নৌকা বাওয়া মাঝির কাছে শিখলে কেমন হয়
তবেই বোধহয় সবটা শেখার শেষ হবে নিশ্চয়,
আরো আছে, মালির কাছে জানবো ফুলের চাষ
কুমোর কেমন চাক ঘুরিয়ে বানায় হাঁড়ী গ্লাস
চাষী কেমন ফলায় ফসল নবান্নে অঘ্রানে
কেমন করে ভরায় গোলা আমন আউস ধানে
ডুবুরিরা সাগর ছেঁচে মুক্তা আনে তুলে
কেমন করে বানায় কুঠার কামার কামারশালে,
জহুরীরা কেমন করে চেনে রতন মনি
কেমন করে ময়রা বানায় মিঠাই ক্ষীর আর ননী,
কেমন করে সাপ ধরে ঐ বেদে সাপুড়ের দল
ভানুমতির খেলার মাঝে ভোজবাজিটাই বল,
এসব কতো জানাই বাকি, পাই নারে তার কূল
বিদ‍্যেবোঝাই ভাববো না আর করবোনা আর ভুল ।।