আকাশ জুড়ে মেঘ ঘনঘোর দিচ্ছে বাদল হানা
দরজাতে তোর নাড়ছে কড়া রাম রহিমের ছানা
তোর রূপেতে জগৎ আলো খবর গেছে রটে
ওত পেতেছে রহিম বাঘা জিভ চেটেছে ঠোঁটে
শানিয়ে প্রখর দন্ত নখর মারবে এবার থাবা
চারপাশে তোর বাচ্ছা শূয়োর রহিম তাদের বাবা,
ডেরায় চলে নিত্য সেবা রামের খোলে থলি
বেরোয় ষন্ত্রী নেতা মন্ত্রী গায়ে নামাবলি
নীল ছবিতে মত্ত স্বামী উথলে ওঠে কাম
সাধ্বী যতো ইচ্ছা মতো তুষ্ট রহিম রাম
ও মেয়ে খুব কষ্ট নারে ? সাধের শরীর খানা
আঁচড়ে কামড়ে নষ্ট করে জ‍্যান্ত পশুর ছানা
স্বপ্ন ছিলো ভোগ রাঁধবি খাবে ভগবানে
তুই নিজে আজ ভোগের থালি খামচায় শয়তানে
বুকটাকে বাঁধ চাই প্রতিবাদ ত্রিশূল তুলে ধর
এফোঁড় ওফোঁর ফেল চিড়ে ফেল রামরহিমের ধড়
আর যেন কেউ সাহস না পায় ভন্ড সাধু হতে
আর যেন কেউ মুখোশ পরে ধর্ষনে না মাতে
তোর প্রতিবাদ হোক সে প্রবাদ- ওহে মুখোশধারী
দুর্গা বুকের শক্তি মোদের ঈশ্বরী সব নারী ।।