অবেলায় তুই আবার এলি বৃষ্টি ?
বলতো তোকে বসাই কোথায়
ঘরদোরে সব বান ডেকে যায়
কেন রে বল আমার ওপর তোর এ কৃপাদৃষ্টি।


শনশনিয়ে বইলো হাওয়া
উড়িয়ে দিলো সকল চাওয়া
হারিয়ে গেল সকাল থেকে মোর যত সুর সৃষ্টি
বল কেন রে আমার ওপর তোর এ কৃপাদৃষ্টি,


তুই কি আমায় ভালোবাসিস ?
তাই কি আমার কাছে আসিস ?
তাই কি আমায় সঙ্গে নিয়ে রচিস অনাসৃষ্টি ?
তাই কিরে তোর আমার ওপর হঠাৎ কৃপাদৃষ্টি ?


তুই তো আমায় চিনিস ভালো
সকাল গেলো দিন ফুরালো
তোকে নিয়ে স্বপ্ন গাঁথা আপন আমার কৃষ্টি
তাই বুঝি তোর আমার ওপর এমন কৃপাদৃষ্টি !


একটা কথা তোকে বলি
এই অবেলায় যখন এলি
সব যে আমার অগোছালো আবছা নয়ন দৃষ্টি
বুঝিস না তুই ভাঙন ধরায় তোর এ কৃপাদৃষ্টি।


এই অবেলায় আসলি কেন মন ভেজানো বৃষ্টি ?