বাঁশবাগানের মাথার ওপর চাঁদ ওঠেনা আর
আকাশছোঁয়া মাল্টিস্টোরিড তুলছে প্রোমোটার ,
বাঁশ কদমের বংশ নিকাশ ভরাট দিঘির জল,
চাঁদ দেখতে আকাশছোঁয়া বিশ তলাতে চল ।


শোলোক বলা কাজলাদিদি হারিয়ে গেছে ভিড়ে
ডোরেমন আর সিংচ‍্যানেরা ড্রয়িংরুমে ঘোরে ,
মায়ের মুখেও আর আসেনা ঘুমপাড়ানি গান
স্লিপিং রাইমস্ টিউন গোঁজা হেডফোনেতে কান ।


তেঁতুলবন আর ঝোপঝাড় সব গেছে বনবাসে
কর্পোরেট আর আই টি হাব , ঝলমলিয়ে হাসে
জোনাকি দের ফেললো গিলে নিয়ন আলোর ঝাঁঝ
ফুলের গন্ধ হারিয়ে গেছে পারফিউমের রাজ ।


হারিয়ে গেছে শৈশব আর বৌ বসন্ত খেলা
লুকোচুরি কানামাছি রুমাল চোরের বেলা
হারিয়ে গেছে চু কিতকিত বুড়ি ছোঁয়ার মজা
কম্পিউটার আর মোবাইল ই এখন মনের রাজা।


হারিয়ে গেল চিঠি লেখার পোষ্টকার্ড আর খাম,
প্রিয়তমাষু, কল‍্যানিয়াসু - শুভ বিজয়ার প্রণাম,
স্বপ্ন দেখি আসছে ফিরে সেই পুরোনো দিন -
গাইছে গুপি , বাজায় বাঘা - তাক ধিনা ধিন ধিন ।।