তোমার ভয়েতে চোখ কচলানো কাকভোর বিছানা ভোলা
তোমার জন্যে সাততাড়াতাড়ি টয়লেটে বসে ঢোলা
তোমার জন্যে পড়িমরি পাক প‍্যাডেলেতে সাইকেলে
তোমার ভয়েতে নাকে মুখে গুঁজে এগারোটায় ইস্কুলে,
তোমার ডাকেতে সারি বেঁধে সব বেসুরো জনগণমন
তোমাকে শুনতে ফাস্ট বেঞ্চে চাপাচাপি পাঁচ ছজন ও
তোমার চাওয়াতে সব ক্লাস শেষে ফুটবল পায়ে মাঠে
কোনোকোনো দিন ফুটবল ছেড়ে ভলি বা ক্রিকেট ব‍্যাটে,
তোমার আদেশে এক্সাম আগে সিলেবাসে মুখ গোঁজা
হাতে পেয়ে পাস সার্টিফিকেট তোমার মুখটা খোঁজা,
তোমার দুহাত সস্নেহে পিঠে চোখে জল চিকচিক
পায়ে প্রণামেই আশীর্বাদের স্পর্শ মাথায় ঠিক,
তোমার শাসনে তোমার আদরে হয়েছি এতটা বড়ো
পিতা মাতা দেয় জন্ম শিশুর ,তুমি তো মানুষ গড়ো
তোমার আশীষ ধরি মস্তকে এগিয়ে চলার দিন
তোমার শেখানো শিক্ষাতে আজো কাটে রোজ প্রতিদিন
তুমি যে গুরু তুমি যে পিতা তুমি যে শিক্ষাভূমি
আজ শুভদিনে হে শিক্ষক তোমার চরণে নমি ।