সবাই বলে সুখ পাওয়া যায় সুখনগরের সুখের হাটে,
একদিন তাই চুপিচুপি পয়সা কিছু নিয়ে গাঁটে -
ভোরের বেলা বেড়িয়ে পড়ি, কাউকে কিছু না জানিয়ে,
ভাবলাম অবাক করে দেব ফিরে সবার ঘুম ভাঙিয়ে,


সুখনগরের ঠিকানা টা শুধাই আমি ভোরবেলা কে
ভোর বললো ওটা নাকি দিনফুরোনোর পাশেই থাকে,
দিন ফুরোতে অনেক দেরী, অপেক্ষা তাই সূর্য ওঠার-
ফুটলে আলো বলবো রবি, ইচ্ছে আমার সেথায় যাবার,


উঠলো রবি পুব আকাশে, চারিদিকে ফুটলো আলো
বললাম আমি ওহে রবি, সুখনগরের রাস্তা বলো,
বললো রবি - ওটা যে গো হৃদয়পুরের একটু দূরে-
দেখবে সেথায় বাজায় বাঁশি, একটা প্রেমিক উদাস সুরে,


হৃদয়পুরের রাস্তা কোথায়- সেটা এবার বলো তবে ?
রবির থেকে উত্তর এলো - সেটা তোমায় সকাল কবে ,
সকাল- সকাল, কোথায় তুমি- হৃদয়পুরের রাস্তা কোথা ?
বললো সকাল- এইতো এলাম,একটু রোসো- বোসো হেথা,


খেলছে সকাল নদীর জলে, করছে সিনান ঢেউয়ের সাথে -
বললো - ও ঢেউ তুই বলে দে , নেইকো সময় আমার হাতে,
ঢেউ বললো - ওরে পাগল , মনের কাছে একটু সুধা -
মন ই জানে হৃদয়পুরের রাস্তা কেমন গোলকধাঁধা ,


বললাম মন - বলোনা গো , হৃদয়পুরে কেমনে যাবো ?
হৃদয়পুর না পেরোলে কেমনে গো সুখ কিনতে পাবো ?
সুখ যে আমার পরমপ্রিয় , সুখ যে আমার চোখের বাতি,
সুখ আমাকে কিনতে হবেই , সুখী হবো রাতারাতি ,


মনতো শুনে বেজায় রেগে, বললো আমায় - ওরে বোকা !
সুখ যে আছে আমার মাঝেই , খুঁজবি যতই, খাবি ধোঁকা ,
আমার সাথে মিতালি কর , বুঝবি তথন সুখের মানে -
সুখ আসলে অচিন পাখি , তুই ছাড়া তা সবাই জানে ,


সেই থেকে সুখ কেনার আশায়, ঘুরছি আমি হন‍্যে হয়ে
দিন ফুরালো রাত গড়ালো সুখনগরের পথে চেয়ে ,
মনটা আমার তাই মনে নেই কোথায় যেন হারিয়ে গেছে
পাবো কিনা তাও জানিনা , আশাটুকুই বেঁচে আছে ‌।।