ঠিক বাইশ মিনিট আগে,
ফুজিয়ামা প্রসব করেলো তার সর্ববৃহত অগ্নুৎপাত
রাগে ক্ষোভে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে,


ঠিক বাইশ মিনিট আগে,
তিন বছরের প্রেম প্রত‍্যাক্ষ‍্যান করে মুক্ত হলো এক কিশোরী
পেরেছে সে পেরেছে
বিবাহের প্রতিশ্রুতি তে নাকচ করতে সহবাসের অন‍্যায় বাসনা,

ঠিক বাইশ মিনিট আগে
হোয়াংহো বেছে নিলো তার নতুন চলার পথ
যে পথ অনেক মসৃন, স্বচ্ছন্দ গমনের ইঙ্গিতবাহী,


ঠিক বাইশ মিনিট আগে,
চাকরি থেকে ইস্তফা দিলো পঁচিশ ছুঁই ছুঁই অভাবী ছেলেটা
প্রোমোটার মালিকের প্রলোভনে বেইমানি করে আগুন লাগায়নি
বস্তির বাঁশের বেড়ার ঘরগুলোতে,


ঠিক বাইশ মিনিট আগে,
মারা গেলো কালাহান্ডি র চার বছরের শিশুটা
তিন মাস অভুক্ত পেটের সঙ্গে অসম লড়াইয়ে হার মানলো সে


ঠিক বাইশ মিনিট আগে,
লক্ষীকান্তপুর লোকালের লাইনে মাথা দিলো প্রৌড় বাবা
ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে একমাত্র মেয়ের
বিয়ের পণ জোগাড় করতে না পারার যন্ত্রণায়


ঠিক বাইশ মিনিট আগে,
আফ্রিকার কঙ্গোবেসিন ফরস্টের সব গাছগুলো
একসঙ্গে মাথা নাড়িয়ে উঠলো
অরণ্য ধ্বংস করে বহুতল জনপদের প্রতিবাদে,


ঠিক বাইশ মিনিট আগে,
জেহাদি খাতায় নাম লেখালো আঠারোর কিশোর
মেধাবী হয়েও চোখের সামনে উলঙ্গ সমাজের নগ্নতা দেখে


ঠিক বাইশ মিনিট আগে
বিধবা অসুস্থ মা কে বৃদ্ধাশ্রমে রেখে এলো একমাত্র পুত্র
কর্পোরেট কালচারে ঠিক মানিয়ে উঠতে পারছিলো না মা,


ঠিক বাইশ মিনিট আগে,
আত্মহত্যা করলো নবজাতিকা সন্তানের মা
কন‍্যা প্রসব করার অন‍্যায় গর্ভদোষের অকথ্য কুকথায়,


ঠিক বাইশ মিনিট আগে
নিজের ন‍্যাশানাল এ্যাথেলিট হবার স্বপ্ন কে কবর দিয়ে
বিয়ের পিঁড়িতে বসলো একুশের কন্যা বছর পঁয়ত্রিশের পাত্রের সঙ্গে


ঠিক বাইশ মিনিট আগে
সূর্য ডুবলো পশ্চিমে, সারাদিনের ক্লান্তির শেষে
আগামী র উদয়ের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে


ঠিক বাইশ মিনিট আগে
নিজেকে তছনছ করে ভুলতে চাইলাম সব
মাথার মধ‍্যে অসহ্য যন্ত্রণা থেকে চির মুক্তি পেতে ।


ঠিক বাইশ মিনিট আগে ---------।।।