আমার শরীর জুড়ে কার ছায়া
পড়ছে দিবা রাত্রি,
কাঁচ পোড়া রোদে ভীষণ 
পুড়ছে দেহখানি। 
কাঁচ পোড়া দহন আমার
গহীন মনের ভিতর,
সুরপথের দেয়াল জুড়ে
জমে অনড় পাথর। 
কাঁচ পোড়া গন্ধে‌ আমার 
তাজ্জব মন পুড়ে,
বিভাসিত আলোর খোঁজে
হাঁটছি দূরে দূরে। 
কাঁচ পোড়া ধোয়ায় আমার 
চক্ষু দুটি পুড়ে,
অন্ধকারে পথ হারিয়ে
যাচ্ছি প্রলয় সুরে।