আজ কেন উত্তুরে বাতাস অসাড়-শক্তিহীন,
থেকে থেকে কেন দক্ষিণে বাজে মায়াবী পাষাণ বিণ,
কেন একটানা বাজিছে শুধু মাতম ছড়ানো বাঁশি,
কে জানে কেন কলঙ্কে ডুবেছে চির-অম্লান শশী।


আজ কেন পশ্চিমের আবির হারিয়েছে তার আভা,
মুহূর্ত আগে পূর্বের জ্যোতি খুঁইয়েছে তার বিভা,
কেন অবিরত ডেকে চলছে বিষাদ করুণ সুর,
কে জানে কেন ম্লান হয়েছে চির-তেজস্বী সূর।


আজ কেন ঈশান কোণে সুখ হাহাকার করে,
অগ্নি কোণে বিষাদ যেন গুমড়ে গুমড়ে মরে,
কেন জলধর জীবন-শূণ্য, উড়ছে নিশিদিন,
কে জানে কেন নীলিমারা ভুলেছে আলোকের দেওয়া ঋণ।


আজ কেন নিম্ন-পাতাল উড়ু-উড়ু উর্ধ্বপানে,
উর্ধ্ব গগন ভুলেছে যেন বিশালতার সব মানে,
মেঘ-বৃষ্টি-তটিনীর মাঝে কেন এত এত বিভেদ,
কে জানে কেন চখাচখির মাঝে হয়েছে বিচ্ছেদ।