সেই কবে এসেছি, বসন্ত পেরিয়ে বর্ষা-
আজও ফুরোয়নি, ফুরোয়নি তোমার প্রতীক্ষা।
সেই কবে এসেছি, সাশ্রুনয়নে বিদায় দিয়েছিলে তুমি
গোধূলি লগ্নে; মুখটি তোমার দেখতে পাইনি আমি।
সহস্র রজনী জেগেছো তুমি আমার পাশে বসে-
আজ তুমি এত দূরে কেন? নেই কেন তুমি পাশে।
বাসন্তী আয়োজন দেখিনি আর, বৃষ্টিতেও আর ভিজিনা
সভ্যতা যে নিষ্ঠুর বড়- তা কি তুমি জাননা!
শত বছর ধরে আসি আসি করে হয়না আমার আসা-
নিভৃত সেই পল্লীতে আছো তুমি আর তোমার প্রতীক্ষা।