তুমি আসো
ঝর্ণা হয়ে
নদী হয়ে
প্রলয়ঙ্করী ঝড় হয়ে,
প্রকৃতিকে মত্ত করে
তাথৈ তাথৈ নৃত্য করে
আমার হৃদয়, চিত্ত ভরে।


তুমি আসো
সাইমুম বেগে
মত্ত করীর মত রেগে
দিনের শেষে রাত্রি জেগে
ধূলি হয়ে
বালি হয়ে
শিশিরের বিন্দু হয়ে।


তুমি আসো
জোছনা হয়ে
রোদ হয়ে
ছায়া হয়ে
বসন্তের হাহাকার হয়ে
ফাগুনের দুঃখ হয়ে
গ্রীষ্মের দাবদাহ হয়ে।


তুমি আসো
কাঠগোলাপের কষ্ট হয়ে
শুকনো পাতার শব্দ হয়ে
শিমুল ফুলের মৃত্যু হয়ে
কালবৈশাখীর বৃষ্টি হয়ে
আকাশ থেকে পাতাল ফুঁড়ে
ধরিত্রীকে শান্ত করে।


তুমি আসো
চাতক পাখির জল হয়ে
ভরা শ্রাবণের ঢল হয়ে
শরতের শুভ্রতা হয়ে
রং বেরঙের ফুল হয়ে
বারোয়ারি কষ্ট হয়ে
ফিনিক্স পাখির রক্ত হয়ে।


তুমি আসো
ইভ হয়ে
হাওয়া হয়ে
নয়তো আসো লিলিথ হয়ে।