মনের মানুষ মনেই থাক,
বদলাতে চায় মনের ধাঁচ |
বিশ্ব শেখায় শক্ত কথা ,
দুগ্ধবরণ সফেন ছাঁচ |
চাইনা মেকি প্রবল বোধন ,
বড়ো হবার গুমোর ভার |
শেষ হিসেবেও মেকিই থাকে ,
প্রাণহীন সেই কলের তার |
তালগাছটা চাইনি আমি ,
মুখ যে ভরে তিক্ত কষে,
চাইনি যে আর কোনো কিছুই ,
প্রহর ফোঁসে তীব্র রোষে ||