মুখবন্ধ :

আজ উর্বর মস্তিষ্কে  ঘুনপোকার অবিরত দংশন
দেখি ঘোর লাগা মেঘলা আকাশে ইচ্ছেপুরের জংশন
'সামাল সামাল বাহে সবে'  , বাদল  দামাল কলরবে
কলেবরে বাড়ে বয়োবৃদ্ধি , কালো ছিল যেন কেশ কবে ?

কথ্য-অকথ্য  তথাগত :

বুঁজতে চাওয়া চোখের পাতায় ; কথ্য , ব্যক্ত ব্যাঙের মাথায় ,
বিরস বদন ঘুম প্রহরায়, কুনো -কোলার  ছাতার তলায় ,
রোদ-বৃষ্টির নাগর দোলায় , ভিজে চুপচুপ পাখির কুলায় ,
বর্ণমালার হুক্কা হুয়ায় , অর্থবোধক সর্ষে ফুলে প্রবল দোলায় ....

পুনরাবৃত্তি :

ঠাস করে  পাই ঠাসবুনোটের  আরেক প্রহর , ঘুমোয় তার শান্ত পান্থ
সরল ভেবে চড়ার পর , বিদ্যুৎ বোরাক নিশ্চিত করে তার পরিচিতিগ্রন্থ |
ভাবি যাহা চাই তাহা পাই , জলদ স্বরে আজনবী ওঝাও বলে, " ইহাই পাই ,"
দুয়ে মিলি যেথা ধাই , নিশ্চিত করি ইহা কোনো এক ভবিতব্য , নিয়তির না- ই |

পরিচিত অনুভূতি :

সব কাজ সারা হলে ফিরি আমার প্রত্যক্ষ অবসরকোনে , অভ্যস্ত গুনগুনে
আহার্য নিশ্চিত আধার , তবুও  আঁধার করে অতীত , পিপিলিকার সঞ্চালনে |
ভিড়ের মাঝে , ছায়ার সাঁঝে ,  কোথাও কোনো রোমন্থনের পোষাক বুনেবুনে
আশায় আছি,  রাজার মান যাবেই যাবে উচ্চাসনে , প্রগতিময়  অমোঘ দেরাদুনে ||