নিত্য নৈমিত্তিক ঘরোয়া খুঁটিনাটি ;
সংসারের নিত্য বহমান দাবার ঘুঁটি ,
খেলতে কখনো শিখিনি পুরোপুরি ,
এই মন প্রায়শই ধাবমান ঘুড়ি |

তবু আটপৌঢ়ে সুখ কানায় কানায় ,
বলক দেয়া সফেন সে পাত্রই যেন উছলায় |
কম কি? ক্ষতি  কি? ঠকে গেছি , জিতি নি ?
প্রশ্ন হাজার মনে , মনোযোগ ও ব্যাপক ব্যবধানে |

জেনে রেখো নিশ্চিত , একদিন প্রতিদিন ,
ডাকলেই পাবে তুমি এই আমায় , নিখুঁত ঋণ |
কর্জ স্মরণ করাও যদি , পেছাব না নিশ্চয় !
তুমিই আল্লাহর দান, তুমিই সে অকুতোভয় |

রমজান প্রহরে আজ, ব্যস্ত থাকা জাগতিক
মনকে শুধাই আজ , ধাইছ কোথায় হে পথিক ?
নির্বাসন দিও আজ সব রোজ- কারবার ,
জানো নাই নিশ্চিত হায়াতের রোজগার |

তারাবী ডাকিছে তোমায় ঘরে ঘরে , মসজিদে ,
থেকো সেথা, বেসো তারে, সরো নাকো ভুল জিদে |
নিত্য নিমেষে আজি পুলকিত দীন হীন নরাধম ,
বিশ্বাসে মিলায় বস্তু , নিষ্ঠায় সত্য থাকো সে আদম |