উপুড় বাটির রোদন চলে ,
উপুড় হয়ে সকাল আকাশ |
কন্যাদান হাত , বাবার চোখে ,
ভরা জলের মৌন আভাস |

হতে চাইনি কোনো কিছুই ,
বিগড়ে না যায় সে মন পাছে |
বিবি মরিয়ম হয়তো জানিনি ,
ম্যাক্সিম গোর্কির মা তো আছে !