যে বাউল গানে আকুল হয়ে পরান গাঙে লাগে অথই টান ,
সেই তো তোমায় বিশদ করে, তারই সুরে , লোকজ পুরের বাণ ৷
আজ যে তুমি ব্যস্ত ভীষন , প্রশ্ন আমার বুঝছ না মনে মেনে ,
আজকে যাবে মোহনপুরে, আদত যাওয়া কোথায় তা না জেনে ৷
সুরের দাবী হয়তো চাবি ভেঙেই দেবে খেলার পুতুল কল
সাধন মনের কষ্ট কথন , ধীরে গভীর অনুভবে , বহে অনর্গল ৷
রই যে দূরে , খেই হারিয়ে, হারিয়ে ফেলি সকল কথার জোর
অন্তর্গত বোধটিই বোধ হয় দৌড়ে ভীষণ, অস্পষ্টতায়, শব্দ অনুচচ্চার ৷
যাচ্ছ কোথা, মাজন ঘষন, প্রক্ষালনের তত্ত্ব কথার বিবিধ বারোমাস
ফুলের বুকে , সবুজ পাতার পুষ্প সুখে নিমিত্ত তার ছড়ায় ছড়ার ভাষ ৷
আমি যে তোমায় কাঁদতে দেখি , গতদিনের অনেক কথায়, ও বিবাগী ,
যায় কি মোরে সঙ্গে নেয়া, ভুলতে থাকা অর্ধদিনের স্মৃতিচারণ, কুলশ্রেষ্ঠ কুলত্যাগী ৷