চুলচেরা হিসেবে সময় নষ্ট , শিরোধার্য প্রায়
ধাবমান দিনরাত , নিষ্ঠা প্রকৃষ্ট , নিজস্ব দায় |
বাদ দেয়া লাভ ক্ষতি , বাদ দেয়া নিজ মূল্যমান
ঘুরিফিরি  যথাতথা ,মৃত কোনো বাসনার  গুনগান |
জানিনি আর ফেরা কোথায় , লাভ নেই জেনে গেছি
কষ্ট শুধু এখনো ভেজায় ,  শূন্যতায় শুধু বুনে গেছি |
সব ভুল শেষ হলে ,  এখনো বোধ করি শুধানো বাকি
চেয়ে দেখি বিস্ময়ে  , ছায়াগ্রস্থ কায়া , বোধকরি নয় ফাঁকি ||