ছবিটার দিকে তাকিয়ে থাকি ,একাগ্রে ,
খণ্ড পুস্তক তবু কথা বলে,সমগ্রে।
ছবিটা উষ্ণ কালের , গাছের পাতারা বর্ণিল,
ছবিটা আমার একান্তের, স্বপ্নদৃশ্য,অনাবিল।

হয়ত শুধুই কল্পনা তায় , তবুও পরম পাওয়া
আটকে রাখা পিঞ্জর মোর সজল মেঘে ছাওয়া।
কোথাও গিয়ে পাই যে তারে অনেক আগের দোলে,
বাবারা যে বাড়ী ফেরে, তাই স্বপ্ন আমায় বলে ।