শিশু বুকের ওঠাপড়ায়
ঘুমের ঘোরের গভীরতায়
ঝুম স্বপ্ন বর্ষা দিয়ে  
ঘুমপরীর সখ্য নিয়ে
ঘুমোয় আমার দিবস রাত |
ধাতুগত মৌলিক. ভাবুক জাত |

জেনো তাকে চেনো কি ?
খুব  চেনা  লাগে কি ?
হাঁটাপথে  সুরে সুরে
কুড়ানো স্মৃতি জুড়ে
থাকুক না এই টুকুই সত্য
রোদে ঝলসিত যেন মুক্তো |