আজ হাঁটতে বেরিয়ে চেনা গাছটাকে আবার দেখলাম |
লালচে রক্তবর্ণ পাতা, দৃঢ় শিকড়বাহী গাছটি ,ভাবলাম ,
অনেক সবুজ পাতার ভিড়ে কেমন যেন ভীষণ মনকাড়া,
পেরুনো পথে  সবুজের যে অন্ত্যমিল ,সেখানে নতুন সাড়া |


আমার নামাজঘরের প্রশান্তি কাছে নিয়ে দাঁড়িয়ে আছে সেই অমোঘ বৃক্ষ
মখমলের মসৃণতা , ঝাড়বাতির ঔজ্জ্বল্য ছাপিয়ে  পেরোয় তারও কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ  
কচি গোলাপের পাতা, উন্মুখ হয়ে ফোঁটে, বৃষ্টিপাতের শব্দে তারও সাড়া পাও ?
কোথাও টিনের চালে ভারী বর্ষণ , আকাশচেরা বিদ্যুৎ গর্জন , মন পবনের নাও ?


ধূমায়িত চায়ের কাপে , আলাপে , সংলাপে , শব্দের বর্ণবিন্যাসে বিভিন্ন রকমারি সংবাদে
নিত্যনৈমিত্তিক কড়াই - খুন্তি প্রহর ,কুশলাদি বিনিময় , সাথে রকমারি ঝকমারি বিসংবাদে
আজগুবি সেই মেঘের ঘোড়া আজও দাপায়,কাঁপায়,নিয়ে আসে তারই ভোরের সুষম প্রশান্তি
ছুটির দিনের খুনসুটি , দিচ্ছে ক্রমে ফেরত সেই চিরচেনা, কাম্য ,পয়মন্ত সৌম্য কান্তি |