কোথাও তোমার কাজ নেই
আকাশেও আজ ভাঁজ নেই ,
গদ্যপদ্য সবই রাজী
খৈ ভেজে আজ গুড়েই সই |
শৈশব মোর বহমান
ছন্দ বহুল গতির কায়,
ঠায় দাঁড়িয়ে পাশ কাটিয়ে
সুঘটন তাই দৈবপ্রায় |
পাচ্ছি হেথায় গানের গুঁতো
জুতোর আদর , খোসার কোল,
কল্যানেতে যেতে গিয়ে
ইমনেতেই দেই মাশুল |
ছাড়বোনা তাও শেষ মাটি
শেষ পূরণের শেষ যে বোল,
যাই ছাড়িয়ে যাই পেরিয়ে
চমকে ওঠা ঘাসের কোল ||