আমাকে তিনি প্রশ্ন করেন অভ্যস্ত কুশলী দক্ষতায় :
মনে করো দেখি , স্মৃতি কোথায় প্রীত করে? কিছু কি ভাবা যায় ?
আমি চোখ বুঁজি , সবুজ ক্যানভাসে সবুজের মিলনমেলা , মেঘের ভেলা
সর্ষের ক্ষেত, আকুল বন্ধ চোখে খুঁজতে থাকি আমার বিশেষ সে ছেলেবেলা |

জীবন কি কিছু ফিরিয়ে দেয় ? অমোঘ সত্য হয়ে বহমান অপার সে জীবন?
জয়ের অধিক নিকটতর সত্য যে জিতবার, বুঝবার , নিয়তিকে যুঝবার তীব্র সে আকর্ষণ !
আমি খুঁজি প্রিয় স্মৃতি মুখ , একটি মায়াময় তরুণীর ছবি দেখতে পাই
মৃত্যু ছিনিয়েছে তারে, অদেখা অমোঘ তার কর্ম ক্লান্ত কর্মযজ্ঞে আমি তো নাই !

ভীষণ প্রিয়, মধুর সে স্মৃতিগুলো , ফড়িং ধরা বাক্সে যদি লুকিয়ে রাখতে পারতাম !
রোদের গন্ধ , আচার বোয়েম , সারি সারি রোদে দেয়া ধোয়া জামা শাড়ি , তাকেও রাখতাম |
ইচ্ছে হলে একটু খুলে মেলাতাম সে উত্তর , লাফাতো ধুকপুক করে আমার সে প্রিয়তার বোধ ,
আর আমি ? হাসতাম আর হাসতাম | কেন রাখিনি, জানিনি , শুধু জানি , জীবনেরই শোধবোধ |