অভাবিত পাওয়া

গলতে থাকা দিনের শেষে
সবুজ পাতার উচ্চ কেশে ,
ফিরতে থাকা ইচ্ছেগুলো
ঘুরতে থাকে, ভাসতে থাকে |
মনের জটিল গ্লানিগুলো
অচিন হাতে মুছতে থাকে |

কোথাও মায়ার দুপুর ঝাঁঝে
সর্ষে ফোঁড়ন, উপুড় বাটির ঝোল |
সদ্য পাওয়া হঠাৎ জোরে
প্রায় চেনা ক্লান্ত চোখের কোল |

ওষ্ঠ বলে , কর্ণ শোনে
পাপ পুণ্যের ব্যবধানে ,
সৃষ্টিকর্তার অবধানে
পূর্ব পশ্চিম সমাধানে |

তবু ......

পায়ে পায়ে কোথাও ছুটেই যাই
চোখের ক্লান্তি নিয়ে বলতে থাকা সময়েই |
আমি নই, তুমি নও, সে কোনো দায়েই
আমরা হয়ে সকল ঝরি সেই সোনালী আলোয় |

হয়তো ...

তোমায় আমি দেখতে চাই
আমার নয়ন মেলে,
চোখের আলোয় চোখের দেখা
ভুঁয়ের মাঝে খেলে |
কখনো এসো, কখনো বসো
আমার চোখের পাতায়,
ক্লান্তি, শোক, দহন ভুলে
মম অন্তর ধারায় ||