মেঘপিয়নের চিঠির খাঁজে
সফেদ আলোর খেলা
বেলা গড়ায় খেলার পারে
হাসছে মেঘের ভেলা |

প্রাচীর তুলে সংযত ভাব
যোজন দূরের ভাষে
বন্ধ চোখের পাতায় তখন
নীলচে আকাশ নাশে |

দুইফোঁটা জল ,কদিন বাঁচি ?
অবনত  মুখ , ছুরি কাঁচি |
ভেবে রেখো সেই দোটানা
সময় নিয়ে আর ভেবোনা |