ঋষভ
বন্দীশ


আহা ! মরিয়ম , বিলাতি সর্গ বড় পরিপাটি , নয়নাভিরাম, মনোরম এ  
কর্মী জীবন কাজের সনদ , দিবা রাত নিয়ে , বর্ধিষ্ণু সোম , সোমলতা সে
ভূগর্ভস্থ বীজ, শর্করা বা আমিষ অথবা যব বুনে নয়,জীবন যাপন , আজীবন সেথায়  
তথাপি সেথায় পথে কোন্দল , পথের সারথী সাথে লয়ে ক্ষণ, খনন শ্রমে , খননে ধায়
অন্তত,যবে প্রশ্ন আমার , তাহাদের তরে
উত্তরেতে শুধু এইটুকু আসে , আর করতলে নেয় আমায় অভ্যাসে
স্বর্ণতোরণ , অনুপ্রাসে সেথা গুঁড়ো কাঞ্চন , কাঞ্চনবর্ণা , সে শেষে সে
তথাপি সেথা সকল মুকুর , চূর্ণ বিচূর্ণ প্রান্তগুলো জানিয়ে গেলো আমায় , বোধে , অবধানে সে
আমিও হয়তো, অভীপ্সা সে
স্থান ভেদে সেথা গাঢ়তর বোধ
নদীপথে ঝাঁট অর্ণবেতে ধায় ,সেসকল শোধ
আমি বিশ্বাসী সেথা যেমতি লেখায় , বড়লেখা লয়ে মৌলভীবাজার
তুমি ইচ্ছুক, একটি ইচ্ছা প্রকাশিলে
কেমনে সেথা গজেন্দ্র গামিনী , দামিনীলেখা , উর্বশী কূল  
বিলাতে সেথায় , পত্রপল্লব বসনে ভূষণে, কান্তিবরণ বস্ত্রসকল
এখন এসো কাজের কথায়, বিশ্বাসে যদি আমায় পারো, ধারণার সে ধার ধরে ধরে
দ্যোতনায় যেথা যুগলবন্দী , আয়ত লোচন , নৃত্যরত মুদ্রা , ভাঁড়ার
পোশাকী কোন আভরণ নেই, নয় প্রচ্ছদ
গেলাফ নেই, সব বেশরম
আহা! আমি সেথা এক প্রত্যক্ষ তা দর্শনধারী , গুণবিচার্যে আর
তুমি নিরুপায়, সত্য সেথায়
উপ্তবাক্যে বলে দিও সেথা অভীপ্সাকাল , তাহাদের মন
দশা নিয়ে সেথা অথবা ধাম
সূচিত সেথা না যেন হয় তোমায় নিয়ে প্রাচ্য প্রতীচ্য , সনদ, মতন
মরিয়ম আমার , আমার বর্ণন
ধাম যেথা পায়, দৃশ্যকল্প , অতীন্দ্রিয় গুন
নদীপথে ঝাঁট অর্ণবেতে ধায়
সেথা প্রিয়ংবদা , হৃদিতা কাল, হেথা , আহা
যদি কিছু মনে না করেন
গুনবতী সে ভানুমতী আর ধানসিঁড়ি কাল , নিসর্গ স্বর
মায়াবনকাল , রক্তাভ সে গোলাপ ফোঁটায়, ঢলঢলে মুখ, পয়মন্ত, প্রসাধিত , চর্চা প্রহর
তথাপি সেথা শিক্ষণীয় রেখো আমায় , ভনিতে বচন, উদ্দিষ্টকাল, বিধেয় তার
যেথা যেমতি , সেসকল সে কহতব্য গোলাপ গন্ধী জলে তোমায় অধরোষ্ঠে, তোমার সকাল  
নির্যাসিত , কুমুদিত , বর্ণ বিভায় , ক্রমধারায় ওষ্ঠ তোমায় চুম্বনেতে , চুম্বনকাল
আর তাই আমি তায়, অপেক্ষমান আমায় সাজাই , সে তটিনীর মাত্রাবোধে
হালকা কান্তি বিচ্ছুরণে যাচনা আমায়
স্থান ভেদে সেথা গাঢ়তর বোধ
নদীপথে ঝাঁট অর্ণবেতে ধায় ,সেসকল শোধ
স্মৃতিতে সেথায় স্মরিও আমায় , বিদুষী আমার, অবশ্য সে
ভালকথা, সে মুহাজির হেথা আনসার সকল
বাদবাকি সেসব সদলবলে ক্ষেত্র পাশে  
আমি সেথা তার সাক্ষ্য আমার, একদা সে , দন্ডায়মান, একক , আহাদ
সকল সেথা তীর্থপথে স্থবির ক্ষনে , মূর্ছিত কাল
মুজিজা স্বরে সুরগামী স্বর , উৎপ্রেক্ষায়
আর হেথায় আমরা বন্দীশে সেথা যেমতি আমার গতদিন কাল সকল যেথা বিগত বোধে
তামাম বিলাত শহর অভ্যন্তর , উড্ড্য়নকাল
পরিব্রাজক , পরিশ্রুত জল
তথাপি সেথা গুনবাচক সকল বিশেষণ কাল , সর্বনামে
আশাজ জন ঈপ্সাকালে, ইচ্ছুক সেথা, আমার মতন
ফিরতি পথে স্থান ভেদে সেথা গাঢ়তর বোধ
নদীপথে ঝাঁট অর্ণবেতে ধায় ,সেসকল শোধ


আজ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১