আমি তোমার জন্য পেরিয়ে যাবো যোজন যোজন দূরের পথ ,
আমি দীপ্ত, স্বর্গীয় কোনো বোধ হবোনা কোনোদিন , সহমত |
যদি দুহাতে নোংরা কুড়াই , মুছতে যদি না পারি চোখের জল ,
তবু থাকবো তোমার তরে , যদিও বা নাও বলো, এবার সাথে চল |
মৃত পাখিটির ঠোঁট বেয়ে জল গড়ায়, সে যে ছিঁড়েছে সব টান ,
ফিরে কেন আসি বল তো ? কোথায় গরমিল হয় সব দান-প্রতিদান ?
আসছিলে কোনো বোধের ওপার হতে , বহু দূরের পথ পাড়ি দিয়ে ডানা ,
ক্লান্ত পান্থ তুমি পথ ভুলো না , যদিও বা লয়,ক্ষয় , যদিও বা যন্ত্রনা |
তোমার এলোচুলে খেলা করে রোদ, কণ্ঠস্বর খেলা করে বোধে ,
রক্ত মুছিয়ে বলি নিজেকে ,থেকো ভালো , সাবলীল, নিরাপদে ||