বুকের ভেতর হরিৎক্ষেত
ঘাসফড়িং এর অভিপ্রেত ,
দোয়েল পাখীর স্বর জানায়
বাসে বুঝি সেও আমায় |

যে আনন্দ ফল্গুধারায়
ঝরোঝরো প্রাণ , চেতনায় ,
থাকে যেন সেই সাবলীল
অগাধ রঙে রাঙা বর্ণিল |