গতকাল একটি ভিখিরী দেখেছি , কোন ব্যস্ত মুহূর্তে চলমান
রাস্তায় হাঁটছিল প্ল্যাকার্ড হাতে, বিমর্ষ , বিপন্ন সে ম্রিয়মান।
গতবছর দেখেছিলাম ,রাস্তার পাশে, আশ্রয় নেয়া কিছু গৃহহীন ভবঘুরে
নিজস্ব কোন ভাষ্যে ব্যস্ত, কন্যাটিকে আমার দেখছিল ঘুরে ঘুরে।
সে মুহূর্তটি ছিল বিব্রতকর ,চেপে ধরা এক  বেদম অস্বস্তি,  বিঁধছিল তখন
অবাক করে একজন তারপর , তাদের একজন নারী উঠে আসে, হঠাৎ আলিঙ্গন,
একটা সুতোর ব্রেসলেট পরিয়ে দেয় হাতে, চুম্বন করে আমার কন্যাটিকে
যে কাঁদো কাঁদো মুখে  দেখে আড়চোখে, বিস্ময়ের  আর বাকি থাকে !
অপ্রতুল, অপর্যাপ্ত সে ক্ষণটি যারপরনাই চকিত করে, মনে হয় প্রায় অসঙ্গত ,
কোন ভব্যতার দায়ে দ্রুত অব্যাহতি নেই তখন, বলি আরো এখানে প্রসঙ্গত
ব্রেসলেটটি আজো ফেলতে পারিনি, কোন এক নিজস্ব তাড়নার কবলে পড়ে
যুক্তিবিহীন যুক্তি নিতান্তই অসম্ভব, নিশ্চিত জানবার পরেও  এই বৃহৎ সংসারে
জানি যদিও মানি , মুল পরিসরে আমি কোন এক তুচ্ছপ্রান বক্তব্য, যা  বুদবুদ তোলে কিনা সন্দেহ
তবে এও সত্য, জীবনই শেখায় জীবনকে, অমোঘ,অগাধ ,অপ্রতিরোধ্য জীবন, সে যে প্রবল খরতাপ, খরদাহ !