আমার নাম জানতে চান, সুহৃদ ?
নাম দিয়ে কি এসে যায় , প্রিয়ভাষী মনমীত ?

আমার অনেক রোদের স্বপ্ন ছিলো,
শেষ বিকেলের আলোর রথে ,
ক্লান্ত পান্থ হিসেব কষে মিলিয়েছিল ,
সাধন হয়তো অন্য পথে |
হৃদয়গ্রাহী সেই সে সাধন বুকের জোর ,
আসবে কবে নিকষ কালো রাতের শেষ, আলোর ভোর ?

ফেলে যাওয়া পুঁথিপাঠের করুণ রোলে,
গত স্বপন , ছেদন ব্যথার সেই সে কোলে,
পাঁজরভেদী শোকের কোনো মাতম কানে ,
তেমনি দেখি বিরোধ আজো কচি - কাঁচার,
কচি-কাঁচার সাথে কোনো প্রবীণ প্রাণে |

আমার দহন কালো  জ্বালা জুড়ালো
কৃষ্টিকালীন কৃচ্ছতায়,
আমার সকল পথের শেষ মেলে তাই
আরো সাধন মুগ্ধতায় |
সব ভালো যার শেষ ভালো তার ,
সেই তো শোধ ,
পান্থ যেতে চায় যে আরো ,
মূল্যমানেই নয়কো রোধ ||