দুঃস্বপ্ন পেরিয়ে এসে
বিস্ফারিত চোখে চাই ,
অভ্যাসের কোনো রেশে
যোগান আসে প্রশ্নটাই |
ওষুধ তুমি খাচ্ছিলে?
বড্ডো বেশি ভাবছিলে?
নিশ্চিন্ত নাসিকায়
অতঃপর সুর গড়ায় ,
ভাবছিলে , কি ভাবছিলে ?
কেনই এতো মুর্ছিলে?
কোথাও কথা ফোঁড়ন দেয় ,
তেলের বেগুন জানান দেয় ...
কাঁদছিলে, কি ভাবছিলে?
কেনই মাথা খাচ্ছিলে ?
বিষম কোনো আপোষে
দ্বিপক্ষীয় পাপোষে,
তৃতীয় পক্ষ জানান দেয়
রাগছিলে তাই বুল ছিলে?
কেনই এতো ভুল ছিলে ?
চাই এখনো চায়ের কাপ
কলম তখন খুঁজছে খাপ
ডালের বাটি ঘুঁটছিলে ...
শিল্প কলায় কুল ছিলে
ফুল ছিলে ভাই , গুল ছিলে
কানের গোঁজা নূর ছিলে ||