বাঙালির মনের কথা এমন ভাবে আর
রবিবাবুর কাব্য  ছাড়া কে ভেবেছে তার ?
"বাসনার সেরা বাসা রসনা" এই যে সহজ বক্তব্যে  
অন্তরে যে ভাবটি  ফোটে , রবিবাবু ছাড়া আর কে ভাববে ?
চর্ব-চোষ্য-লেহ্য-পেয় , রসনা সুখে তবেই গেয়ো
আর কি হবে ? আর কি ভাবি ? কি হবে আজ করণীয় ?
বৃষ্টিসজল ফুলের ঘ্রানে , দামাল হাওয়ার আকুল গানে
হয়তো ভাবি , অন্তরে মোর, অন্যসুরের আকুল প্রাণে |
নিত্যদিনের যাওয়া আসা , কথায় বোনা ভাবের ভাষা
গ্রন্থিবিহীন ঠাসবুনোটের সাতটি রঙের আলো যে খাসা !