আমি প্রশ্ন করি তাঁকে
ইচ্ছেপুরের পথের বাঁকে
একান্তে যা মোর প্রিয়তর
সত্য কি তা বৃহত্তর ?


জীবন পথের মোড়ে মোড়ে,
অমোঘ সেই মৃত্যু ঘোরে |
সফেদ কাফন,লোবান,আতর,
রইলো মুসাফিরের কসর |


তবুও জীবন হাসে ,কাঁদে ,
সপ্ত পদীর সুরেতে বাঁধে |
ভীষণ ভাবে ভালো থেকো ,
বর্ণে ,ছন্দে ,গন্ধে রেখো ||


Note: Death is always an inevitable tragic element to me. After the Nepal crash, I felt shattered losing one of my Junior sister. Out of the blue, these lines came to my mind :


I don't know how much skillful articulation will it take to tame the bird of divine happiness.
Aspirations were there to hold the Sun-danced flag, high morale and lots of passion.
Then again in the end it's just smoke in crashes and lying dead bodies....
Given up aspirations, praised, valued aspirations!
Cluttered smokes merge with diffused faces like memories of distant past!