শব্দ তুমি পণ্য হও
কণ্ঠ তুমি রুদ্ধ ,
কান্না হাসির দোলাচলে
তুমিই নিস্তব্ধ |
আলতো হাতে খুঁজছো তুমি
ফাতিহার ই সকল পদ ,
অনেক আগের প্রশ্ন তো ,তাই
স্মৃতি ঈষৎ বশংবদ |
হাসতে থাকা গালের টোলেই  
ভাবনা কিছু ধাবমান ,
ঘষতে থাকি শিরিষ কাগজ
ধীরে মূলের উৎপাটন |
সকল প্রশ্ন জিজ্ঞাসিলে
কুশলাদি বিনিময় ,
তালগাছটি রইলো পড়ে
ঝগড়া প্রবল বিকট দায় |
অংক মিললে অবশেষে
ভাসমানের শক্ত পণ,
গোড়ায় গলদ আগাগোড়াই
ভুলতে হবে ভুলের ক্ষণ ||