আমার এই  ওষ্ঠাগত প্রাণে
দহন দীর্ণ  দিনের গানে
প্লাবন মেঘের দুকূল এসো
প্রবল সবল ধবল  টানে |


কষ্ট ক্লান্ত  শ্রান্ত দিঠি
গত কোনো কালের চিঠি,
পাঠায় মেঘে সজল খামে
ভুলতে চাওয়া আপন ধামে |
  
আমি তোমার গন্ধমাদন
বাদল দিনের ছন্দ রোদন |
তবুও সরাই চোখের কাফন
বুঁজতে থাকা মলম শোধন |


শুনবে তুমি আমার কথা ?
প্রগলভ এই আত্মকথা |
হাসতে থাকা যথা তথা
উড়িয়ে দিয়ে বেদন ব্যথা |


বেলীর সফেদ উষ্ণ আঁচে
অনেক আগের ইচ্ছে বাঁচে ,
অন্তদিনের অনন্ত ছাঁচে
ভীষণ জ্যান্ত জীবন নাচে ||