কোনো একদিন এসো
চোখের উঠোনে বোসো |
কিছু নয় তবু এসো
সবুজ ঘাসেতে বোসো |

পড়ে এসো নীল শাড়ি
মেঘ ফিরে যায় বাড়ী
সখী, বেঁধে নেব প্রাণ
দুঃখ সুখের গান |