সুন্দর এক  সোনালী শাড়ী
পূব দিগন্তে আলোর মতো ...
ছিঁড়লো বাঁধন, ছিঁড়লো নাড়ী
তবু নাটাই চায় যে সুতো |


ইচ্ছে ময়ূর কোথায় ধাও ?
উঠছে ফেঁপে পালের নাও ...
কোন বসুধার রিক্ত আলো
কোথায় ঢলে, কোন সে গাঁও?


ঝাপসা হওয়া চোখের পাতে
খুচরো প্লাসের মাইনাসেতে
দুই ফোঁটা জল কাকে চাও ?
কোন বরণে অরুন দাও?


ডালিমকুমার ফিরবে বাড়ী
দাঁড়িয়ে থাকে মেঠোপথ
একলা আলোয় ঝিঁকিয়ে ওঠে
নীরব কোনো নাকের নথ ||