সব মন খারাপের কি নির্দিষ্ট, গূঢ় কোনো কারণ থাকে?
সমুদ্রের ঢেউয়ের মতো গভীর দুঃখবোধ ,চেনো তাকে ?
চেয়ে চেয়ে দেখি , দিনরাত্রি দোলা দেয়, নিরন্তর
সবচেয়ে ভঙ্গুর , সবচেয়ে দুর্বোধ্য , আপন অন্তর |
যদি হাঁটতে ইচ্ছে করে ঘাসে , খালিপায়ে , তখন তুমি আসবে ?
লালচে গোধূলির  আলোয় হাঁটবো একসাথে , সে আলোকে বাসবে ?

মৃত পিতা শায়িত ছিলেন , সন্তানের স্পর্শের জন্যে , দীর্ঘসময়
আমি স্পর্শ করি তাঁকে , স্পর্শ করি বাস্তবতা, তাঁর প্রয়াণ , বোধোদয় |
মাতা মৃত্যুশয্যায় চোখ মেলে চান , তাঁর সে খুঁজতে থাকা দৃষ্টি ,সজল  
মেনে নেই ,সব অবহেলা জগতের, শুধু পড়ে  মনে ,নিরন্তর , অনর্গল |
সাদা কাগজ ,  দুঃখ বাসোনি ,জানি জীবনে প্রচুর আনন্দ প্রয়োজন
তবু কথা বুনে যাই , দৃশ্যপট গেঁথে যাই , আড়ম্বরহীন কোনো আয়োজন |