গোলাপী রং ঘষে
হালকা সবুজ পাশে
ফুলের উপর রংধনু চায়
শানের উপর আশে |
মিলিয়ে যাবে রং
বৃষ্টিবহুল ঢং ,
আঙ্গুল গোনা হিসাব বলে
কি চাই বারো মাসে |
হাসিখুশি ছবির মতো
ঝকঝকে সব মুখ ,
ঘষা মাজা কাঁসার সোনা
ভালোবাসার সুখ |


পূর্বকথা:


আমায় কি তুই ভালোবাসিস ?
কোনো গূঢ় কারণ ছাড়াই ?
রীতি নীতি , স্বজনপ্রীতি ,
এসব ছাড়াই কোনো দোহাই ?
আমি কেবল ভাঙ্গন দেখি
বহাল শোকের ঘোর প্রকোপে ,
বুকের পাঁজর মস্ত পাথর ,
অষ্ট প্রহর বলছে ক্ষেপে |
কেন এখন অকাল বোধন ?
অচিন গায়েন , নীরব কাঁদন ?
ফের কেন সেই পা বাড়াবো ?
ফিরিস্তি তার করতে পূরণ ?
সাতকাহনের শেষ পরিচ্ছদ
না যায় খণ্ডন , না যায় বিশদ ,
দিচ্ছি  কেবল তার মহড়াই  
সুখ অসুখের সুক্ষ বিঘৎ  |
দেবতুল্য ফর্সা বিধি
তার মাঝে বাস, এ কোন সুধী ?
জানতে গেলে হানছে কালো ,
লুপ্ত বিবেক মন্দ ভালো |
আর হইনি উপযাচক
সুপ্ত কোনো গুপ্ত ভালোর ,
চোখের পাতা বুঁজতে দে রে
পুড়ছে আয়ু , মোমের আলোর ||