তুমি কি আমায় আভাস দেবে ,
সুহৃদ আমার , প্রিয়ভাষী বিদগ্ধ জন?  
দহন দিনের কষ্ট  দহে  কেন
এতো তীব্রতর , কেন যাতনা জ্বলন ?
মিথ্যে স্বপন , অলীক মোহ পার
হয়ে যায় চোখের পলক , মুহূর্তে
অদ্ভুত সে প্রয়াণ সুরে জীবন বোধন
রইলো শুধু খাঁচার শিকল , সশব্দে |