(১)
তোমার মনগড়া উদাসীনতা মানি,
আমার প্রতীক্ষার প্রহর শেষ।
তোমার উদাসীনতাই ভালোলাগে বেশ।


                          (২)
তোমার জন্য সকাল দুপুর,
তোমার জন্যেই সন্ধ্যা।
তোমার জন্য বকুল কিংবা ফুলকুড়ি রজনীগন্ধা।
                    
                          (৩)
দেখা হবে কিন্তু কথা হবে না।
আগাছা পরগাছা ভাবুন।
এর জন্যই আজ এদিন,
আমার যত মরন।
                    
                          (৪)
লক্ষ্য তারার মাঝে উজ্জল দুই তারা,
যে তারা দুটি মুখামুখি।
সেই তারাটা নিয়েই স্বপ্ন সাজাই,
যে তারাটা নিয়ে স্বপ্ন দেখি।



কাব্যগ্রন্থঃ অচল কাব্য.