বৃত্ত আর ছন্দ নয়এক
(দ্বীর্ঘ একাবলি)
ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
বৃত্ত আর ছন্দ এক দেখো নয়,
তিন বৃত্ত আছে গ্রন্থে মাঝে কয়।
স্বর মাত্রাবৃত্ত এই দু'টি ধরো,
অক্ষরবৃত্তকে এনে যোগ করো।
অনেক প্রকার আরো আছে ছন্দ,
কোনোটাই দেখো কাব্যে নয় মন্দ।
স্বরবৃত্তে সুর কথা আছে ঠিক,
মাত্রাবৃত্ত মাত্রা থাকে সব দিক
অক্ষরটি হয় উচ্চরণ ভাবে,
উচ্চারণ ফাঁকে আক্ষরটি পাবে।
বর্ণ ও অক্ষর এক কভু নয়,
ধ্বনিতে অক্ষর দেয় পরিচয়।