মোরা মানুষের জন্য লড়ি
     মানুষের জন্য বাঁচি,
মোরা মানুষের তরে
    মানুষে মানুষে ভালবাসা
                      খুঁজে ফিরি,
      মোরা বাঙলা ভাষাভাষী।।
মোরা চিরচেনা সমাজে
      পরিচিত অপরিচিতে
     সবাই আপন ভেবে
বুকের মাঝে পুষে রাখি,
মোরা বাঙলার  দামাল ছেলে
       বাঙলা মাকে ভালবাসি।।
কটাক্ষ তো অনেকেই করে
       আমাদের সত্বা, ঐতিহ্য নিয়ে
তাই বলে কি গৌরব মোদের
           যাবে বিন্দুমাত্র কমে,
বড়াই করোনা তোমরা
          ধর্ম, স্থান, জন্ম নিয়ে,
বাঙালি মোর ভেদাভেদ ভুলে
     ঘুমাই বাঙলা মায়ের কোলে।।