আমরা কেউ শ্রোতা হতে চাই না
বক্তা হতেই ভালবাসি সর্বদা
মানুষের মত মানুষ হতে চাই; কিন্তু
অমানুষের বেশেই প্রকাশ হই।
   গন্ধ বা অশ্বৈর্য বিলাতে নই;
   ভালবাসি গন্ধ নিতে।।
বুঝমান হয়ে বুঝতে চাই না;
      কিছুই বা কাউকে
অবুঝের মত বুঝার ভান করে
নিজেকে প্রকাশ করতে ভালবাসি।
আমরা কিছুই না জেনে
অসীমতার মাঝে নিজেকে
        জানানোর প্রতিক্ষায় ব্যস্ত থাকি।
ব্যস্ত নই অত; যতটা ব্যস্ততা
       আমরা পোষণ করি।।