সবই যখন ব্যস্ত ঠিক তখনি বিকেল বেলা
     মৃদুমন্দ বাতাস দেয় দোলা; আমি
         অবাক হয়ে ভাবি, কিসে সবার এত মাখামাখি।
কেউ বসে বেঞ্চে; কেউবা নরম ঘাসের পরশ পেয়ে
         বলছে কথা অহরহ; পাশে সঙ্গী পেয়ে
কেউ বলছে মিথ্যা আর কেই বা বলে সত্য
     সবার মাঝে দেখেছি শুধু তর্ক-বিতর্ক
বিকেলের শেষ রোদ; সাথে ঝিরিঝিরি বাতাস
কেউ নেই প্রকৃতির কাছে
                    সবাই নিজেকে উপস্থাপনে ব্যস্ত।।
কার কাছে কি আছে, কে বা তাহা জানে
সবাই শুধু অন্যের কথায়
                       উপহাস করে।
কেউ নয় জানতে রাজি আসল কাহিনী
   ফালতু জিনিস নিয়ে সবাই করছে মাতামাতি।
                                                  
                                                 ৮.১০.১৩