তোমার নাম আমি আজও লিখি প্রিয়া!
আমার খাতায় চুপটি করে।
তোমার ছবি আজও আঁকি জানো!
আমার রাতের ঘোর আঁধারে।
জানো, আজও আমি সেই চোখ দুটো দেখি!
সেই হাসিতে ভাসি আনমনে।
তারপরে যেন ভেঙে যায় বুক,
ভরে আসে চোখ, পড়ে থাকে মন, সেই ক্ষণে।
কোথায় তুমি? কোথায় আছো?
ভাঙ্গে মনের ঘোর।
হারিয়েছি তোমায়- বুঝতে পারি।
এ যে সন্ধ্যা! নয় ভোর।