"তুমি ভাগ্যের দাস,
তুমি বিধাতার পরিহাস।
তুমি গৌণ হয়েই আছ আজীবন,
তুমি এক দেহে সহস্র বাস।"

তুমিহীন তুমি যদি তুমি হও ,
কারে বলি আমি, কি কথা!
বিধিব হৃদয়, কোন পাষাণের,
আমি রচিব কি করে আমার গাঁথা!

ওহ্, আমিও তো নাই! ভুলে গেছিলাম,
এত যে বিভোর আমি কে ছিলাম?
বালি দিয়ে বালি চাপা পড়ে নাকো,
দিশা হারালাম, শান্ত হলাম।

তাহলে কি আমি সেই সুখই খুঁজি?
খুঁজে মরে যাহা পাঁচজনে।
চলনে, গমনে, আত্মরণনে,
অধিকার সবেতে সুখ বুনে।
তাহলে তো ভাই, কিছু ভুল নাই।
"আমিও যা আছি, তুমিও তাহাই।"
-এই বলে মন খুবই সুখ পায়।
মিলেমিশে সব, একাকার হায়!

এখন আমিও বুঝিলাম, "কেন ওরা বাঁধে -
সুখ-ঘর সাঁধে, কেন ওরা রাতে -
সুখ নিয়ে মাতে, কেন ওরা দিক -
বেদিক হারায়, সব দামে ওরা সুখ কেনে।
কেন করে আশ, দিন-বারো মাস
কেন ওরা সজ্ঞানে নিজেকে হারায়।"

বালের সত্য, ধরে কি ছিরিলাম!
শুধু মিথ্যার পাহাড় গরিলাম!
বুঝিতে না পারি, এ কেন করিলাম!
বেদনার পথ, কেন যে ধরিলাম!

আজ আমি সেই সুখেরই সন্ধানী।
হই আমি কম জ্ঞানী বা অ-জ্ঞানি!
জীবন আঁধারে আজ, আমিও খুঁজিরে,
চলি মিথ্যার সুখে, শালা আমিও মজীরে!
অনেক হারানোর অসীম ক্লেসে,
আমি আর না ফিরিব, এই সত্যের দেশে।