মনটা ভেঙে দেখ তুমি
ইচ্ছে হলে আরেকবার,
ঝাপসা চোখে আঁকে তবু
নীল পাহাড়ের আঁধার।
দেয়ালটা সরিয়ে দেখ
পাবে কিছু লেখা,
আলো জ্বেলে থেকো তুমি
সেই চেনা পথে হাঁটা।
আমার এই আকাশপানে
তোমার মেঘে ঢাকা,
ভাবনার পাখা মেলে
মনের ক্যানভাসে
তোমারই ছবি আঁকা।