চলতে চলতে হঠাৎ কেন দাঁড়ালে?
ব্যথার গান নাকি আহত হৃদয়ের
নির্বাক প্রতিধ্বনি শুনতে পেলে।
উঠে দাঁড়াও আবার
পেছন ফিরে তাকাও।
দেখতে পাবে, ক্ষয়িষ্ণু জীবনের
অর্থহীন মানে অথবা
নিশ্চুপ রাতের আঁধারে মায়াবী কান্না।
তবে কি ডানা ঝাপটানো পাখিরা
শেষ রাতের আকাশে
উড়ে চলে গিয়েছে?
চেয়েছিলে কখনও
পৃথিবীটা বদলে দিতে?
হয়তো চাওনি!
তাই আমাদের পৃথিবীও
আমাদের মত হলোনা।