রুবিকস কিউব ম্যাজিক কিউব
এ কিরকম ধাঁধা?
কেমনে মিলায় চৌকোনা পাজল
বলতে পারেন দাদা?

ছয়টি রঙের ছয়টি তলে
তিনটা লেয়ার তার
এলোমেলো করে দিলাম
মিলিয়ে নিও আবার।

[রুবিকস কিউব এক ধরনের পাজল]