কবিতায় লিখি,মুখে ফুটে না কথা
বার্তা দেয় মস্তিষ্কে সরগরম মাথা।
ধাঁধার রাজ্যে চাল খেলছে মগজ
কবিতার ছন্দে উড়ে যায় কাগজ।
ঘূর্ণিঝড় প্রলয়ে ঝড়ো হাওয়া চাঁদে
সুনামির পর্বত ঠেকাবে কোন বাঁধে?
তরঙ্গে তরঙ্গে ছুটছে পথিকের বার্তা
পথে পথে সাহায্য করছে সৃষ্টিকর্তা।
সংকেত প্রেরণে পৃথিবীর মেঘদল
রক্তাক্ত ফুসফুস ধুয়ে দেয় বৃষ্টি-বাদল,
ধীর গতিতে চলছে পথিকের ক্ষেপণাস্ত্র
রাতের শেষে কামড় বসায় মারণাস্ত্র।